শাজাহানপুরে বামুনিয়া ফকিরপাড়া গ্রামের যুবসমাজের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার
বগুড়া জেলার শাজাহানপুর আড়িয়া ইউনিয়ন বামুনিয়া ফকিরপাড়া গ্রামের র্দীঘদিনে কাঁচারাস্তা ও ড্রান সংস্কার করছেন এলাকার যুব সমাজ। গতকয়েক দিনের অতি বৃষ্টি ফলে গ্রামের কাঁচা রাস্তাগুলো কাঁদা ও বৃষ্টি পানি জমে জলাবদ্ধতায় চলাচলের অনুপযোগী হয়ে যায়।
বামুনিয়া ফকিরপাড়া গ্রামের যুব সংগঠন বাগবুল ইসলাম নাইমের সহযোগিতা স্থানীয় ইউপি সদস্য মাসুদ রানা নেতৃত্বে ফকিরপাড়া গ্রামের ইমদাদুল হক, গাজিউর রহমান,মশিউর রহমান, কাউসার, রুবেল, সাগর সহ এলাকায় যুব সমাজ স্বেচ্ছাশ্রমে মাধ্যমে কাজ করেন।
গত বৃহস্পতিবার স্থানীয় যুবসমাজ সঙ্গে নিয়ে দিনব্যাপী কাঁচা রাস্তা ইট বিছানো, জলাবদ্ধতা নিরসনে ড্রান নির্মাণ,জনগুরুত্বপূর্ণ রাস্তা দখল মুক্ত করা হয় ।
জানা যায়, বামুনিয়া ফকিরপাড়া গ্রামে শুকুর আলী ছেলে হোসেন আলী সরকারি পতিত জমিতে বাড়ি করে বৃষ্টি পানি আটকে রাখলে রাস্তা জলাবদ্ধতা ও কাঁদা সৃষ্টি করে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে যায়। বাড়ি ও বাথরুমে পানি রাস্তায় রেখে মুকুল ও হোসেন আলী বাড়ির সামনে রাস্তায় প্রায় সারা বছর কাঁদা সৃষ্টি হয়।
ফলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়, এই এলাকা সহ বামুনিয়া চাঁদবাড়িয়া গ্রামের শিক্ষার্থীসহ সকল স্তরের জনগণকে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কে দীর্ঘদিন অতিবাহিত করলেও রাস্তাটি সংস্কারের উদ্যোগ না নেওয়ায় বামুনিয়া ফকিরপাড়া গ্রামের যুব সমাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কার শুরু করেছেন।গত কয়েকদিন থেকে তারা এ সংস্কার কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় একঝাঁক যুবক রোদ, বৃষ্টি উপেক্ষা করে আবেগ প্রবন হয়ে এ কাজ করছেন।
নয়মাইল এলাকার বিশিষ্ট ব্যবসায়ী বাগবুল ইসলাম নাইম বলেন, আমরা বিশেষ করে এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ কথা বিবেচনা করে এ কাজ করছি।রাস্তায় ইট বিছানো হলে দীর্ঘ দিনের অবহেলিত রাস্তাটি চলাচলের উপযোগী হবে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য মাসুদ রানা বলেন, এলাকা বাসি প্রয়োজনে সব সময় তাদের সাথে আছি। ব্যক্তিগত ভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি।স্থানীয় যুবসমাজের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার কে সাধুবাদ জানাচ্ছি।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি