বগুড়ার সারিয়াকান্দিসহ ৩ উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি
বগুড়ার যমুনা নদীর বন্যা পানি তৃতীয় দফা আবারো বাড়তে শুরু করায় বানভাসি মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। জেলার সারয়িাকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় এই ৩ উপজেলায় বন্যার প্রকোপ বেড়েছে।
এদিকে এই ৩ উপজেলার পাশ দিয়ে প্রবাহিত যমুনা ও বাঙ্গালী নদীর পানি ক’দিন থেকেই আবারো বাড়ছে। এই দুই নদীর পানি বাড়ার কারনে সারিয়াকান্দি উপজেলার প্রশাসনিক চত্বর পানিতে ডুবে গেছে। ডুবে গেছে এই উপজেলার ৭ নং ওয়ার্ডের সাহাপাড়া, ১ নং ওয়ার্ডের উত্তর হিন্দুকান্দি গ্রাম ও ৪ নং ওয়ার্ডের দক্ষিণ হিন্দুকান্দি গ্রাম। যমুনায় বিপদ সীমার ১১৯ ও বাঙ্গালী নদীতে ২১ সেঃমিঃ উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বন্যা দীর্ঘস্থায়ি হওয়ায় বন্যার্ত মানুষের মধ্যে চর্মরোগ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সরকারি ভাবে তারা কোন ওষুধপত্র পাচ্ছেন না।
গত ২৪ ঘন্টায় ২ সেঃ মিঃ বেড়ে আজ রবিবার সকালে বিপদসীমার ১১৯ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বানভাসি মানুষেরা এখনও তাদের গবাদি পশু নিয়ে বাঁধের উপর অবস্থান করছে। সেখানে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির অভাব। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে জেলার সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট উপজেলার প্রায় ১ হাজার ৬শ’ হেক্টর জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা আরো জানান, বেশ কিছু এলাকায় রোপা আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে তার পরিমান খুব বেশী নয়। কারন দ্বিতীয় দফা বন্যার কারনে কৃষক এসব এলাকায় রোপনা আমনের বীজ খুব একটা বপন করেনি।

ষ্টাফ রিপোর্টার