বগুড়ায় আরও ৫৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৯ জনের শরীরে করোনা (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ৬১ জন। মারা গেছেন ৫ জন।
আজ রোববার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫০ জন পজিটিভ। টিএমএসএস মেডিকেলে ৩১টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জন পজিটিভ।
উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৩৯ জন, শেরপুরে ৯ জন, আদমদীঘিতে ৩ জন, শাজাহানপুরে ২ জন, শিবগঞ্জে ২ জন, দুপচাঁচিয়া, ধুনট, কাহালু এবং নন্দীগ্রামে একজন করে রয়েছেন।
এনিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৪৫০৫ জন। সুস্থ হয়েছেন ২৯০৬ জন, মারা গেছেন ১০০ জন।

অনলাইন ডেস্ক