বগুড়ায় পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার পুলিশের এ মাদকবিরোধী অভিযানে ৫০০ পিচ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং ৪ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ।
ডিবি বগুড়ার তিনটি পৃথক টিম বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা মাদকসহ ৫ ব্যবসায়ীকে গ্রেফতার করে। ডিবি বগুড়ার একটি টিম গতকাল শনিবার সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সদর থানাধীন তিনমাথা রেলগেট থেকে ৫০০ পিচ ইয়াবাসহ মোঃ আলামিন(৩০)কে গ্রেফতার করেন। সে মৃত আবুল হোসেনের পুত্র ও সিন্দুরাইল পশ্চিমপাড়া, কাহালু থানার নিবাসী। অপর একটি টিম একই দিনে সন্ধ্যা ৬টায় সারিয়াকান্দি থানাধীন আন্দরবাড়ী পাবলিক মাঠ হতে ৫০০ গ্রাম গাঁজাসহ মোঃ মাহিদুল ইসলাম(৪৬), পিতা-মৃত জহুরুল সরদার, সাং-রামকৃষ্ণপুর দেউলি, মোঃ রাকিব হোসেন(২০), পিতা-মোঃ সুরুজ্জামান, মোঃ মাসুম মিয়া(২২), পিতা-মোঃ আলতাফ হোসেন, উভয় সাং-আন্দরবাড়ী, সকলের থানা-সারিয়াকান্দি, জেলা-বগুড়াদেরকে গ্রেফতার করে।
এছাড়া তৃতীয় একটি টিম সকাল ১০টায় গাবতলী থানাধীন উজগ্রাম বাজার হতে ৪ গ্রাম হেরোইনসহ আসামী ১.তাজমিন রওশন সরকার ওরফে পান্না(৪০), পিতা-হাজী মোঃ তোবারক হোসেন, সাং-উজগ্রাম সরকারপাড়া, থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর, সারিয়াকান্দি ও গাবতলী থানায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

ষ্টাফ রিপোর্টার