শিবগঞ্জ থানা পুলিশের আয়োজননে অগ্নি ও দুর্ঘটনা মহড়া অনুষ্ঠিত
বগুড়ার থানা পুলিশের আয়োজনে শিবগঞ্জ ফায়ার সার্র্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যদের অংশ গ্রহণে থানা চত্বরে রবিবার অগ্নি মহড়া প্রদর্শন করা হয়। অগ্নি ও দুর্ঘটনা মহড়ায় আহত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম প্রদর্শন করে জলন্ত অগ্নি কান্ডের মাঝে থেকে কিভাবে আহতদের উদ্ধার, দুর্ঘটনা কবলিত বহুতলা ভবন থেকে আহতদের উদ্ধার এবং গ্যাস সিলিন্ডার অগ্নিকান্ড ঘটলে তা খালি হাতে ও বালতি দ্বারা কি ভাবে নিভানো যায়, সেই পদ্ধতি মহড়ায় প্রদর্শন করা হয়। এছাড়াও পেট্রোল জাতীয় তরল পদার্থের আগুন কিভাবে নিজেকে নিরাপদে রেখে ভিজা ছালার বস্তা দিয়ে নিভানো হয় সেই পদ্ধতি এবং অগ্নি নির্বাপন গ্যাস সিলিন্ডার দ্বারা আগুন নিভানো এসব পদ্ধতি পুলিশ সদস্যদের মাঝে প্রদর্শন করে তাদেরকে এ সব পদ্ধতি উপস্থাপন করে সম্মুখ ধারনা ও বাস্তব অভিজ্ঞতা অর্জ করে, তা শিখানো হয়। পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এসকল কর্মকান্ডে অংশ গ্রহণ করেন। মহড়া প্রদর্শন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল,এসআই মোস্তাফিজুর রহমান, শহিদুল ইসলাম শহিদ, শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বেনজির রহমান, লিডার আ: হামিদ প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি