পঞ্চগড়ে করোনায় আরও একজনের মৃত্যু
পঞ্চগড়ে করোনায় আক্রান্ত হয়ে হরিশ চন্দ্র রায় (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত হরিশের বাড়ি দেবীগঞ্জ উপজেলার সোনাহার ইউপি’র কুনথুলিপাড়া গ্রামে। গতকাল রোববার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। করোনা শনাক্ত হওয়ার আগে তিনি টিবি (যক্ষা) রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. হাসিনুর রহমান।
হরিশ চন্দ্র রায়ের ভাই শান্ত কুমার রায় জানান, টিবি রোগের চিকিৎসা করাতে গেলে নমুনা নেয়ার পর গত ১৮ জুলাই রংপুরে হরিশের করোনার রিপোর্ট পজেটিভ আসে। ২১ জুলাই শ্বাসকষ্ট নিয়ে তাকে পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তার শাসকষ্ট মারাত্মকভাবে বেড়ে যায়। বিকেলেই তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার দুপুরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্বাস্থ্যবিধি মেনে সতকর্তার সাথে তার সৎকার সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান। এর আগে পঞ্চগড়ে বিভিন্ন উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি