বগুড়ার সারিয়াকান্দিসহ ৩ উপজেলায় বন্যায় বানভাসি মানুষের দুর্ভোগ বেড়েছে
উজান থেকে নেমে আসা পানি এবং বৃষ্টির কারনে বগুড়ায় যমুনা নদীর তৃতীয় দফা বন্যার ছোবলে বানভাসি মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। জেলার সারয়িাকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার পাশ দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি খুব ধীরে ধীরে কমছে। বন্যার্তরা তাদের গবাদি পশু সহ বাঁধের উপর আশ্রয় নিয়েছে। বন্যা দীর্ঘস্থায়ি হওয়ায় বন্যার্ত মানুষের মধ্যে চর্মরোগ দেখা দিয়েছে। এছাড়া বিশুদ্ধ পানির অভাবে দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা ধরনের অসুখ।
এদিকে ২৪ ঘন্টায় ৫ সেঃ মিঃ পানি কমে আজ সোমবার সকালে বিপদসীমার ১১৪ সেঃমিঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারনে জেলার সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট উপজেলার প্রায় ১ হাজার ৬শ’ হেক্টর জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তারা আরো জানান, বেশ কিছু এলাকায় রোপা আমন বীজতলা নষ্ট হয়ে গেছে। তবে তার পরিমান খুব বেশী নয়।

অনলাইন ডেস্ক