বগুড়ায় আরও ৫০ জন করোনায় আক্রান্ত, সুস্থ ৫২
বগুড়ায় গত সাড়ে তিন মাসে করোনায় আক্রান্ত হয়ে ১০০ জন মারা গেছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। তবে আক্রান্ত হয়েছে ৫০ জন। সুস্থ হয়েছে ৫২ জন।
এ নিয়ে বগুড়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ৫৫৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ২ হাজার ৯৫৮ জন। চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৪৯৭ জন।
আজ সোমবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩২ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩৫টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জন পজিটিভ। আক্রান্তদের মধ্যে পুরুষ ৩৬ জন, নারী ১১ জন ও শিশু ২ জন।

অনলাইন ডেস্ক