বগুড়ার শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালন
বগুড়ার শেরপুরে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬তম প্রতিষ্ঠাবাষির্কী পালিত হয়েছে। দিনটিকে ঘিরে গতকাল সোমবার (২৭জুলাই) সকালে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রেজাউল করিম সিপ্লবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সানির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাদত ইসলাম জুয়েল, মোজাম্মেল হক সরাকার, মঞ্জুরুল করিম সিদ্দিকী, রাজু আহাম্মেদ, রায়হান পলাশ, মেরাজুল হক মেরাজ, শাহারিয়ার রতন, রায়হান সরকার, নূরে আলম নয়ন, হামিদুল ইসলাম, শরিফুল ইসলাম, আজিজুর রহমান, ছাত্রলীগ নেতা কাইয়ুম পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি