বগুড়ায় ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় বগুড়া সদর থানার জয়বাংলা বাজারে অভিযান চালিয়ে ১৮০বোতল ফেন্সিডিলসহ আসামী মোঃ আশিকুর রহমান আশিক(৩৬), মোঃ টুটুল প্রাং(২২)কে গ্রেফতার করে পুলিশ। উভয় গাবতলী থানার সন্ধ্যাবাড়ির ভবের বাজার এলাকার।
অন্যদিকে ডিবি বগুড়ার অপর একটি টিম আজ বুধবার দুপুর ১২টায় নামাযগড় তিনমাথা মোড় হতে ১০০পিচ ইয়াবা সহ মোছাঃ মনি বেগম(৪৩), মোঃ আরিফ শেখ(২৬) গ্রেফতার করে। উভয়ই সদর থানার নামাযগড় ডালপট্টি এলাকার নিবাসী।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বগুড়ার সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য আসামী মোছাঃ মনি বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় এবং আসামী মোঃ আশিকুর রহমান আশিক-এর বিরুদ্ধে গাবতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ষ্টাফ রিপোর্টার