রাজীবপুরে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা
মাদক, বাল্য বিবাহ ও অপরাধ মূলক কর্মকান্ড প্রতিরোধে রাজীবপুর থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে চলবে।যতই ক্ষমতাবান হোক আপরাধ করলে কেউ ছাড় পাবে না।
রাজীবপুর থানার নতুন অফিসার ইনচার্জ(ওসি) নবীউল হাসান উপজেলায় বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরও জানান, ইতিমধ্যে উপজেলার ইউনিয়ন গুলোতে বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন এতে করে সহজেই অপরাধ মূকল কর্মকান্ড নিয়ন্ত্রণ ও প্রতিরোধ ও পর্যবেক্ষন করা সুবিধা হবে।
আলোচনা সভার শুরুতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী পুলিশ সদস্যদের আত্নার শান্তি কামনা করা হয়।এবং যারা দায়িত্ব পালন করতে গিয়ে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের সুস্থতার জন্য প্রর্থনা করা হয়।
রাজীবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের আগে নবীউল হাসান জেলার ফুলবাড়ি উপজেলার ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন।২১ জুলাই তিনি রাজীবপুর থানায় যোগদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজীবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক নুরুল আমিন, মতিউর রহমান,সহিজল ইসলাম সজল, রফিকুল ইসলাম, মুরাদুল ইসলাম মুরাদ, রাইসুল ইসলাম ফুল প্রমুখ।

রাজীবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি