বগুড়ায় নতুন করোনা রোগী ৫০, সুস্থ ৮৭ জন
বগুড়ায় নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৩৬ জন পুরুষ, ১৩ জন নারী ও একজন শিশু রয়েছে। এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন আরও ৮৭ জন।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অনলাইন ব্রিফিং এ তথ্য জানান সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর।
জেলা স্বাস্থ্য বিভাগের নিয়মিত ব্রিফিং এ জানানো হয়, ২৯ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়। অন্যদিকে বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৭৩টি নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন আক্রন্ত ৫০ জনের মধ্যে বগুড়া সদর উপজেলার ২৭ জন, দুপচাঁচিয়া উপজেলার ১১ জন, আদমদীঘি উপজেলার ৪ জন, শিবগঞ্জ উপজেলার ৩ জন, কাহালু উপজেলায় ৩ জন, শেরপুর ও গাবতলী উপজেলায় একজন করে আক্রান্ত রয়েছেন।
ডা. ফারজানুল ইসলাম নির্ঝর আরও জানান, নতুন করে আক্রান্ত ৫০ জনের বিশেষ কোনো উপসর্গ না থাকায় তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে যেতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক