জয়পুরহাটে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা
জয়পুরহাট সদর উপজেলার হানাইল মন্ডলপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে তসলিমা বেগম (৪৫) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। পুলিশ বুধবার রাতে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
তসলিমা বেগম একই গ্রামের মোঃ আব্দুল্লাহ'র স্ত্রী। পরিবারের লোকজন ও এলাকাবাসী বলছে, তার মানসিক সমস্যা ছিল। এ কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন জানান, সদর উপজেলার হানাইল মন্ডলপাড়া এলাকায় ওই গৃহবধু বুধবার রাতে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন তার স্বামী, ছেলে ও পুত্রবধু তাকে অনেক ডাকাডাকির পরও সে কোন সাড়া দিচ্ছিলনা। এসময় দরজার ছিটকিনি ভেঙ্গে তাকে ফাঁস দেওয়া মৃত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, লাশটি মৃত্যুর জায়গা থেকে একটু সড়ানো অবস্থায় পাওয়ায় এ মৃত্যুর বিষয়টি কিছুটা সন্দেহজনক মনে হচ্ছে। তাই তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃতুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।

জয়পুরহাট প্রতিনিধি