বগুড়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-ননদ আটক
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ভাড়াবাসা থেকে মীম আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদরের গোহাট এলাকার দেলোয়ার হোসেন বাবু নামের এক ব্যক্তির বাড়ির ভাড়াটিয়ার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ মৃতের স্বামী ফজলে ও ননদ জেসমিন আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানা যায়, দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের তানসেন প্রামাণিকের ছেলে ফজলে রাব্বির সঙ্গে দুই বছর আগে আদমদীঘির নামাপোওতা গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে মীম আক্তারের বিয়ে হয়। ফজলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। বিয়ের পর পারিবারিক কলহের কারণে তারা স্বামী-স্ত্রী দুই মাস আগে আদমদীঘি সদরের গোহাট এলাকার দেলোয়ার হোসেন বাবুর বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত কয়েকদিন ধরে আবারও পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে।
বুধবার দিনগত রাতে ভাড়াবাসায় তাদের শয়ন কক্ষে মীমের মরদেহ দেখে বাসার মালিক স্বামী ফজলেকে আটক করে পুলিশে খবর দেন।
অন্যদিকে মীমের মা মনিলা বেগমের দাবি, তার মেয়েকে কৌশলে হত্যা করা হয়েছে। হত্যা ধামাচাপা দিতে আত্মহত্যার ঘটনা সাজিয়েছে রাব্বি ও তার পরিবার।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

অনলাইন ডেস্ক