শেরপুরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
বগুড়ার শেরপুরে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্রের মমান্তিক মৃত্যু হয়েছে। তার নাম মো. তোফাজ্জল হোসেন (৮)। তিনি উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের আব্দুল আজিজের ছেলে। গত বুধবার (২৯জুলাই) সন্ধ্যার দিকে ওই এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় এলাকাবাসী জানান, ওই গ্রামের মোখছেদ আলীর ছেলে মহরম আলী তার জমিতে পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ শেষে বাড়ি যাচ্ছিল। এসময় স্থানীয় মধ্যভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র তোফাজ্জল হোসেন পেছন থেকে দৌঁড়ে চলন্ত পাওয়ার টিলারের ওপর উঠার চেষ্টা করে। কিন্তু পাওয়ার টিলারের সঙ্গে কাঁদা থাকায় কাঁদামাটি থাকায় পা পিছলে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে বলে তারা জানান। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি