শেরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবিক সাহায্যের হাত’ এর যাত্রা শুরু
বগুড়ার শেরপুরে দেশের বিভিন্ন কলেজ বিশ^বিদ্যালয়ে অধ্যয়ণরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ‘মানবিক সাহায্যের হাত’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হলো। গতকাল বৃহস্পতিবার (৩০জুলাই) দুপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালনের মাধ্যমে ওই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটলো। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। উপজেলা পরিষদ চত্বরে একাধিক ফলজ গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় সংগঠনের উপদেষ্টা প্রভাষক কামরুজ্জামান কামরুল, সদস্য মো. এনায়েত উল্লাহ, যোবায়ের আহম্মেদ, রুহুল আমিন, আরিফ রায়হান, রাকিবুল হাসান রকি, মোত্তালিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি