জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে ২২ মাদকসেবী গ্রেপ্তার
জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ২২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার প্রায় ৫ ঘন্টার অভিযানে সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকা, নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী আখ সেন্টার ও ইসবপুর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বাড়ি জয়পুরহাট ও নওগাঁ জেলার বিভিন্ন এলাকায়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়। সদর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকা, নওগাঁর ধামইরহাটের মঙ্গলবাড়ী আখ সেন্টার ও ইসবপুর মোড় এলাকায় প্রায় ৫ ঘন্টার এ অভিযানে মাদক সেবন করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ২৮ পিস নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে র্যাব।
পরে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় ও জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি