হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিশুরু
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষেটানা ৫দিন বন্ধের পর আবারওদিনাজপুরের হিলি স্থলবন্দরেআমদানি-রপ্তানি শুরু হয়েছে। হিলিপানামা পোর্ট লিংকের সহকারীব্যবস্থাপক অশিক কুমার শার্নালবিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুসলমান সম্প্রদায়ের কোরবানি ঈদউপলক্ষে গত শুক্রবার (১ আগস্ট)থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো। পাঁচদিনবন্ধের পর আবারও আজ মঙ্গলবার(৫ আগস্ট) সকাল থেকে যথারীতিনিয়মে বন্দরের আমদানি-রপ্তানিরসকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
তিনি আরও জানান, ভারতীয়মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশকরছে এবং আনলোড হয়ে দেশিট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্নস্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।

হিলি (দিনাজপুর)