বগুড়া পুলিশের প্রতিযোগিতায় নন্দীগ্রামের সাংবাদিক পেল সনদপত্র
’করোনার বিরুদ্ধে, ঘরে থেকে যুদ্ধে’ স্লোগানে বাসায় অবস্থানের সময়টা উপভোগ্য করার জন্য ব্যতিক্রমী এক আয়োজন করে বগুড়া জেলা পুলিশ। স্ক্রিপ্ট রাইটিং, রচনা, চিত্রাঙ্কন এবং গান/কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অনলাইনে অংশ গ্রহণ করেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার মানুষ। আগস্ট মাসের শুরু থেকে পর্যায়ক্রমে বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করেন জেলা পুলিশ সুপার মো. আলী আশরাফ ভূঞা বিপিএম-বার।
জানা গেছে, গত ৬ জুন বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করে জেলা পুলিশ। ১৬ জুন বিজয়ীদের অর্থ পুরস্কৃত করার পর আগস্ট মাসের শুরুতে সেরা ২০ জন বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করেন পুলিশ সুপার। করোনা যুদ্ধে পুলিশ ও সাংবাদিকদের কার্যক্রম নিয়ে গান ক্যাটাগরিতে অংশগ্রহন করে অর্থ পুরস্কৃত হয়েছে নন্দীগ্রাম উপজেলা প্রেসকাবের নির্বাহী সদস্য নজরুল ইসলাম নয়ন দয়া। গত বুধবার নন্দীগ্রাম থানা পুলিশের মাধ্যমে বিজয়ী সাংবাদিক নজরুলকে সনদপত্র প্রদান করা হয়। প্রতিযোগিতায় সেরা ২০ জনসহ নির্বাচিত আরও ১১০ জন বিজয়ীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়েছে। এই প্রতিযোগিতায় নিজেদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছে স্কুল-কলেজগামী শিার্থী ও সংবাদকর্মী থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষ এমনকি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা। করোনাভাইরাসের সংক্রমণ থেকে রা পেতে মানুষজনকে ঘরে রাখতে ও ঘরে অবস্থানের সময়কে আনন্দময় করে তুলতে পুলিশের প থেকে ভিন্নধর্মী এই উদ্যোগ নেওয়া হয়। মানুষকে ঘরে রাখতে জেলা পুলিশ সুপারের ব্যতিক্রমী আয়োজন প্রশংসা কুড়াচ্ছে।
নন্দীগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন রানা বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য পুলিশ সুপারের এই ব্যতিক্রম প্রতিযোগিতা মানুষকে ঘরে রাখতে কার্যকর ভূমিকা রেখেছে। বিজয়ীদের মাঝে অর্থ পুরস্কার ও সনদপত্র প্রদান করায় প্রতিযোগিরা উৎসাহ পেয়েছে এবং প্রতিভা তুলে ধরার সুযোগ পেয়েছে।

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি: ‘