বগুড়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকের মৃত্যু
বগুড়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল লতিফ (৫৭)। বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
তিনি বগুড়া শহরের মালতিনগর এলাকার বাসিন্দা। ঈদের ছুটি কাটাতে তিনি বগুড়ায় আসেন। জ্বর ও শ্বাসকষ্ট জনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মারা যান। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ বলেন ডা. আব্দুল লতিফ হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে।

অনলাইন ডেস্ক