নন্দীগ্রামে প্রধানমন্ত্রী ঘোষিত সহায়তা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের জন্য নগদ ২৫শ’ টাকা, রেশনিং ব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়ন ও নির্মাণ শ্রমিকদের কাজের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে বগুড়ার নন্দীগ্রামে সংবাদ সম্মেলন করেছে গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতারা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় স্থানীয় বাসষ্ট্যান্ডে সংগঠনের কার্যালয়ে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম।
তিনি বলেন, করোনা সংকটময় সময়ে গত ২৬ মার্চ থেকে গৃহ নির্মাণ শ্রমিক সহ সকল শ্রেণিপেশার শ্রমিকেরা কর্মহীন হয়ে পড়েছে। অনাহারে অর্ধাহারে পরিবার নিয়ে শ্রমিকেরা মানবেতর দিন পার করছে। শ্রমিক নেতা শরিফুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্যকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জেলা প্রশাসক, সংসদ সদস্য, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বরসহ সরকারি কর্মকর্তাদের কাছে সংবাদ সম্মেলনের মাধ্যমে শ্রমিকদের দাবিগুলো উপস্থাপন করছি। আমরা লিখিত নামের তালিকা জমা দিয়েছি, বগুড়া শ্রম অধিদপ্তর ও কারখানা পরিদর্শকের কাছেও অনুলিপি দিয়ে অপেক্ষায় আছি। প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের সহায়তাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বগুড়া জেলা লেদ শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটন শেখ বাঘা, জেলা কাঠশিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল হক, জেলা সংবাদপত্র হকার শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নুর আমিন সরকার, নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মিন্টু, ক্যাশিয়ার শাহিন আলম, আবু সাঈদ, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম, বাবু শেখ, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল কুদ্দুস প্রমূখ।

অনলাইন ডেস্ক