নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আজ সোমবার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম বাবু, কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, উপজেলা জাপা আহ্বায়ক ও এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন, চাঁদখানা ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি