আত্রাইয়ে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে চারা বিতরণ
নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দুই’শ জনের মাঝে চারা বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, এসিল্যান্ড আরিফ মুর্শেদ মিশু, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ও মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আত্রাই প্রেসকাব সভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: