কাহালুতে ইজিবাইক উদ্ধার সহ ছিনতাইকারীকে গ্রেফতার
বগুড়ার কাহালুতে ইজিবাইকের চালককে ছুরিকাহত করে ইজিবাইক ছিনতাই করে পালানো সময় রবিউল ইসলাম ওরফে রবিন (২১) নামক এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন কাহালু থানা পুলিশ। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ওরফে রবিন বগুড়া সদর উপজেলার শহরদীঘি মাদ্রাসা পাড়ার আব্দুল মতিনের পুত্র।
কাহালু থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কাহালু উপজেলার সাবানপুর গ্রামের ইজিবাইক চালক ইয়াছিন আলীকে মালঞ্চা বাজার থেকে গত রোববার সন্ধ্যায় পাঁচপীর বাজারে যাওয়ায় কথা বলে ছিনতাইকারীরা যাত্রী বেশে তার ইজিবাইকে উঠেন। যাওয়ার পথে দূর্গাপুর-পাঁচপীর সড়কের কাজিপাড়া গ্রামস্থ ব্রীজের পার্শ্বে ছিনতাইকারীরা চালক ইয়াছিন আলীকে ইজিবাইক থামাতে বলেন। ইজিবাইক থামালে ছিনতাইকারীরা চালক ইয়াছিন আলীকে ছুরিকাহত করে ইজিবাইক নিয়ে পালিয়ে যান। উক্ত ছিনতাইয়ের সংবাদ কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলামকে অবগত করা হলে তার দিক নির্দেশনায় কাহালু থানার সেকেন্ড অফিসার শাহিন কাদির, এস আই শামীম হোসেন, এ এস আই মিলন হোসেন সহ সঙ্গীয় ফোর্স উপজেলার বিভিন্ন সড়কে অভিযান চালানোর এক পর্যায়ে কাহালু-বগুড়া সড়কের উপজেলার বাখরা বড়িতলা এলাকা থেকে ছিনতাইকারী রবিউল ইসলাম ওরফে রবিনকে গ্রেফতার করেন এবং ইজিবাইক উদ্ধার করেন। এ সময় অপর ছিনতাইকারী বগুড়া সদর উপজেলার শহরদীঘি পশ্চিম পাড়ার আব্দুল মজিদের পুত্র আব্দুল মমিন (২২) পালিয়ে যান। ছুরিকাহত ইজিবাইক চালক ইয়াছিন আলীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বলা হলে তিনি জানান, ছিনতাইয়ের ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ইজিবাইক উদ্ধার সহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় চালকের ছেলে সুলতান মাহমুদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ