কাহালুতে শোক দিবসের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
সোমবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান। উক্ত প্রস্তুতি মূলক সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদ যাকারিয়া রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) এর প্রতিনিধি সেকেন্ড অফিসার শাহিন কাদির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু মডেল প্রেসকাবের সভাপতি ইউনুস আলী টনি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ