শেরপুরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা এক দম্পতির
বগুড়ার শেরপুরে মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন এক দম্পতি। গতকাল সোমবার (১০আগস্ট) বিকেলে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ শেরপুর প্রেসকাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেন উপজেলার মহিপুর জামতলা এলাকার বাসিন্দা আজগর আলী ঘুটু ও তার স্ত্রী মোছা. রাবেয়া বেগম। আর কোন দিন মাদক ব্যবসা করবেন না-এমন অঙ্গীকার করে ওই দম্পতি আরও বলেন, আমরা অত্যান্ত সাধারণ কৃষক মানুষ। সামান্য জমি চাষাবাদ ও ধান-চালের ব্যবসা করে জীবন যাপন করে আসছিলাম। কিন্তু এলাকার কিছু মাদক ব্যবসায়ীর খপ্পরে পড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিলাম। তবে আমরা মাদক বিক্রি করলেও সব টাকা নিয়ে নিয়ে যেত মাদকের বড় বড় রাঘববোয়ালরা। শুধুমাত্র আমাদের পারিশ্রমিক টুকু দিত। অথচ মাদক ব্যবসার দায় নিতে হয়। এমনকি একাধিক মাদক মামলায় আসামি হওয়ার কারণে সংসার জীবন প্রায় লণ্ডভণ্ড হয়ে গেছে। তাই আর পারছি না। স্বাভাবিক জীবনে ফিরতে চাই। অবৈধ মাদক ব্যবসায় জড়িয়ে যাওয়া আমাদের ভুল ছিল। এজন্য জনগণের নিকট ক্ষমা প্রার্থী। বর্তমানে কৃষি কাজ ও চাতাল ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করছি। আর কখনও মাদক ব্যবসা করবো না। তাই স্বাভাবিক জীবন যাপনে ফিরতে আইন শৃঙ্খলাবাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তারা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি