বগুড়ায় ১৯৬ জন করোনামুক্ত, আক্রান্ত ৯০
বগুড়ায় একদিনে ১৯৬ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। একই সাথে নতুন করে আরো ৯০ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৫২, নারী ৩২ ও শিশু ৬ জন।
উপজেলা ভিত্তিক বগুড়া সদরে ৭৮, আদমদীঘিতে ৫, কাহালুতে ৪, শেরপুর সোনাতলা ও শিবগঞ্জে ১ জন করে।
মঙ্গলবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ২৮২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৭৭ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৩৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৩ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।
তিনি আরো জানান, এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৫ হাজার ৩৯২ জন। এখন পর্যন্ত ৪ হাজার ১৮২ জন সুস্থ হয়েছেন। এদিকে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১২২ জন।

অনলাইন ডেস্ক