কাহালুতে শ্রী শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালিত
মঙ্গলবার বগুড়ার কাহালুর (বাবুরবাড়ী) কেন্দ্রীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা শাখার আয়োজনে শ্রী শ্রী কৃষ্ণের জম্মাষ্টমী পালন উপলক্ষে বৃক্ষের চারারোপন, গান-কৃীর্তন ও গীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিক, সহ-সভাপতি ভূপেন্দ্রনাথ পাল, রবীন্দ্রনাথ সরকার, সাংগঠনিক সম্পাদক রিপন সরকার, যুগ্ম সম্পাদক সুমন দাস, ধর্মীয় সম্পাদক তরুন, সদস্য নবীন, পরিমল, বিমল, উজ্জল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু পৌর শাখার সভাপতি দীপক, সাধারণ সম্পাদক রকি, সদস্য উত্তম, মহাদেব শীল, দুলাল, পুলিন সহ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাহালু উপজেলা ও পৌর শাখার অন্যান্য সদস্যবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি