বগুড়ার শিবগঞ্জের ময়দানহাট্টা ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ আগস্ট(বৃহস্পতিবার) বিকালে ময়দানহাট্রা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অত্র ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহিদুল ইসলাম নান্নুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এাএম বদিউজ্জামান। প্রধান অতিথি তিনি বলেন, আসুন সবাই মিলে এক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করি। মাদক সেবিদের শিবগঞ্জ উপজেলায় থাকতে দেওয়া হবেনা। আপনারা সকলে সহযোগিতা করলে ময়দানহাট্রা ইউনিয়ন হতেও সকল প্রকার অপরাধ নিমূল করা সম্ভব।এসময় বিশেষ অতিথীর বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল। এসময় উপস্থিত ছিলেন, এস আই আকবর আলী,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মেজবাহুল হক মেজবা,সাধারণ সম্পাদক আপেল আহমেদ,
যুবলীগ সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল,যুবলীগ নেতা সোহেেল রানা, ইউপি পরিষদের সদস্য আইনুল হক, বিপ্লব সরকার,মজনু মিয়া,মহিলা সদস্য শাহানা খাতুন, বিউটি খাতুন, দাড়িদহ বালিকা বিদ্যাকয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র, দাড়িদহ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান দাড়িদহ বনিক সমিতির সভাপতি বঃ মজিদ,মসজিদের ইমান, বিভিন্নন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি