বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭২, মৃত্যু ২
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন এবং এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন।
আজ শুক্রবার বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫২ জন করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন ।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজে ২৮২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৬৪ জন পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৪২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৮ জন পজিটিভ।
উপজেলাভিত্তিক বগুড়া সদরে ৫৭ জন, শেরপুরে ৭ জন, সোনাতলায় ৬ জন এবং শিবগঞ্জ ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এনিয়ে বগুড়ায় মোট করোনাভাইরাসে আক্রান্ত ৫ হাজার ৫৮৭ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৪৩৭ জন ও মারা গেছেন ১২৪ জন।

অনলাইন ডেস্ক