বিরামপুরে জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসুচীর মধ্যে পালিত
হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রসাশনের আয়োজনে বিরামপুর ঢাকা মোড়ে বঙ্গবন্ধুর মোরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক।
বিরামপুর উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের অঙ্গসংঠনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৫ই আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধুর শাহাদৎ বরণ দিবস উপলক্ষ্যে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার পরিমল সরকারের সভাপতিত্ত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরামপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল আলম অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ করা হয়।

বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি।