জাতীয় শোক দিবসে বগুড়া ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় বগুড়া ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মাশরাফী হিরো।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ লুৎফর রহমান। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক সারমীন সরকার, সিনিয়র শিক্ষক আব্দুর রহিম, সাজির উদ্দিন সরকার, ছাদেকুল ইসলাম, বজলুল করিম, মাকছুদুর রহমান বাপি, জেলা ছাত্রলীগ নেতা সনৎ কুমার সরকার, আসলাম হোসেন, তৌহিদ আহম্মেদ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আজিজুর রহমান। এর আগে আলোচনা সভার পূর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
