পঞ্চগড়ে জাতির পিতার শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদেন করেছেন। এর পরই ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নাজমুল হক প্রধান, পঞ্চগড় প্রেসকাব, জেলা আওয়ামী লীগসহ সরকারি-বেসরকারি সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কোরআনখানী, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব কর্মসূচি পালিত হচ্ছে।

পঞ্চগড় প্রতিনিধি