দুপচাঁচিয়ায় বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫আগস্ট শনিবার দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সংগঠন যথাযোগ্য ও ভাবগম্ভির পরিবেশে পালিত হয়েছে। এদিন সূর্যদ্বয়ের সাথে সাথে বিভিন্ন সরকারি, বেসরকারি ও রাজনৈতিক দলের কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় নবনির্মিত দুপচাঁচিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, দুপচাঁচিয়া পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও এসএম জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় দিবসটির তাৎপর্য বর্ণনা করে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপ্লব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা নাছরিন রূপা, গুনাহার ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা আলহাজ্ব শাহ মো. আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম বক্তব্য রাখেন। পরে উপজেলা মডেল মসজিদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, দুপচাঁচিয়া পৌরসভা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনুরূপ কর্মসূচী পালন করে।

ষ্টাফ রিপোর্টার