সাপাহারে সাংবাদিকদের সাথে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়
নওগাঁর সাপাহার উপজেলার সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুহুল আমিন।
রবিবার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে চিকিৎসার ব্যবস্থার পাশাপাশি হাসপাতালের বর্তমান পরিস্থিতি এবং উনার সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে দুই বৎসর পূর্ণ হওয়ায় এই মতোবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: রুহুল আমিন সাংবাদিকদের বলেন, এ উপজেলায় যতদিন থাকবো জনগণের সেবা করে যাবো, উপজেলাবাসীকে সাথে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সেক্টরকে স্বচ্ছ ও জবাব দিহিতার আওতায় আনবো।
সাংবাদিকগণ বিভিন্ন বিষয়ে কথা বললে তিনি সাংবাদিকদের পরামর্শ মূলক প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের বিভিন্ন দপ্তর পরিদর্শন করান।
এ সময় প্রেস ক্লাবের সকল সদস্য এবং অন্যান্য সংগঠনের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: