বঙ্গোপসাগরে জাহাজডুবিতে নিখোঁজ ১৪ জনকে জীবিত উদ্ধার
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বঙ্গোপসাগর চ্যানেলে ডুবে যাওয়া কার্গো জাহাজ বানু আক্তার-১ এর মাস্টার-ক্রুসহ ১৪ জনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
রোববার সকালে হাতিয়ার ভাসানচর এলাকায় বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়।
তারা সবাই শনিবার বঙ্গোপসাগরের মোহনায় ডুবে যাওয়া মালবাহী কার্গো জাহাজ বানু আক্তার-১ এর মাস্টার ও ক্রু। পরে তাদের উদ্ধার করে স্থানীয় জেলেরা হাতিয়া উপজেলার বুড়ির চর ইউনিয়নের সূর্যমুখী বাজারে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার দিয়েছেন।
প্রসঙ্গত, শনিবার (১৫ আগস্ট) সকালে ১৮০০ মেট্রিক টন গম নিয়ে আক্তার বানু-১ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা করে। পথে মেঘনা-বঙ্গোপসাগরের মোহনায় প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে জাহাজটির তলদেশ ফেটে যায়। এতে ঠেঙার চর এলাকায় ১৮০০ টন গম ও মাস্টার-ক্রুদের নিয়ে জাহাজটি ডুবে যায়।

অনলাইন ডেস্ক