কাহালু পৌরকে মাদকমুক্ত করতে আসুন সবায় একসঙ্গে কাজ করি
বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাহালু পৌরসভায় মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, কাহালু পৌরসভাকে মাদকমুক্ত করতে আসুন সবায় একসঙ্গে কাজ করি। রোববার বগুড়ার কাহালু পৌরসভায় বিট পুলিশিং কার্যালযের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। কাহালু পৌরসভা বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।
কাহালু থানার সেকেন্ড অফিসার ও কাহালু পৌরসভায় বিট অফিসার আবু শাহিন কাদির এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব মোফাজ্জল হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও সিনিয়র সাংবাদিক আব্দুস ছালেক তোতা), অত্র পৌরসভার বিট অফিসার দুলাল হোসেন, সহকারি বিট অফিসার ফজলে রাব্বী, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক ছাদেক আলী, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ