কাহালুর মালঞ্চায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন
রোববার বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের ফিতা কেটে উদ্বোধন করেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবার স্তরগুলো জনগণের দোর গোরায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি’র নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।
মালঞ্চা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ইউ পি সদস্য আবুল বাশার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার এস আই ও অত্র ইউনিয়নের বিট অফিসার হাফিজুর রহমান, সহকারি বিট অফিসার মমতাজ আলী, মালঞ্চা ইউ পির সচিব জাকির হোসেন, মালঞ্চা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ইউ পি সদস্য আব্দুল মতিন (বাবলা), মালঞ্চা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক ও সাবেক ইউ পি সদস্য মতিউর রহমান(সাঞ্জু) প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন মালঞ্চা ইউ পি সদস্য আব্দুস সোবহান (শাহিন), ছিদ্দিক প্রামানিক, জাহঙ্গীর আলম, নুরুল ইসলাম, মজিবর রহমান, মুঞ্জুয়ারা খাতুন, খালেদা খাতুন, রুজিয়া বেগম সহ কমিউনিটি পুলিশিং এর সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ