এক প্লেটে খাই আর এক পাইপে টানি
নেশা আমরা খায় না, নেশায় আমাদের খায়। এক পাইপে নেশার টান টানতে টানতে কখন যে এক প্লেটে খাওয়া শুরু করেছি তা আমরা নিজেরাও জানি না। এমনটিই বলেছে দিনাজপুরের বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উদযাপন অনুষ্ঠান চত্বরে এক প্লেটে খাওয়াবস্থায় দুই মাদকসেবী রহিম ও করিম।
ভালবাসার কোন রং হয় না। বোঝে না সে ধনী-গরীব, জাতি কিংবা সুন্দর-অসুন্দর। ১৫ আগস্ট ওই অনুষ্ঠান চত্বরে শত শত মানুষ অবস্থানরত। সবার হাতে খাবারের প্যাকেট, সবাই নিজ আনন্দে খাবার খাচ্ছে। আর রহিম ও করিম অবলীলায় এক প্যাকেটে সুখ আর দুঃখ ভাগাভাগির মতো প্যাকেটের খাবার গুলো খাচ্ছে।
সমাজে আজ তারা বোঝা, তারাও তো মানুষ। ইচ্ছে হয় তাদের সবার মতো বাঁচার। কিন্তু বিষাক্ত মাদকের ছোবলে আজ তারা পথভ্রষ্ট। সমাজ দেয় না তাদের স্থান। পরিবার থেকেও বিচ্ছিন্ন। তাদের জীবন তো এমন ছিলো না। সমাজ আর সংসারে ছিলো তাদের কদর। জন্ম থেকে রহিম-করিম নেশাখোর হয়ে জন্ম নেইনি। কোন না কোন কারন বশত আজ তারা সমাজ বহির্ভুত।
কথা হয় মাদকসেবী রহিম মিয়ার সাথে। সে বলেন, আমরা নেশা করি, নেশা উঠলে কিছু ভাল লাগে না। আমার ছেলে-মেয়ে, স্ত্রী, মা-বাবা,ভাই-বোন সবাই আছে। বন্ধুদের খপ্পরে পড়ে আজ আমি নেশাখোর হয়েছি। আগে অনেক ভাল একটা জীবন ছিলো আমার। সমাজ, সংসারে নিকট থেকে পেতাম ভালবাসা আর সম্মান। আজ পাশে কেউ নেই। এখন আমরা এই দুই বন্ধু, সুখে-দুঃখে সঙ্গী। রাত-দিন এক সাথে থাকি। যখন যা পায় তাই দুইজন মিলেমিশে এক প্লেটে খাই আবার এক পাইপে নেশা টানি।
মাদকসেবী করিম মিয়া বলেন, সারাদিন হিলি শহরে ঘুরে বেড়ায়। মানুষের কাছে চেয়ে চিন্তে যা পায় তা দিয়ে আমাদের প্রয়োজন মিটাই। জীবনে চলার পথে অনেক ভুল করেছি, আজ তার মাশুল দিতে হচ্ছে। যদি আবার আগের জীবনে ফিরে যেতে পারতাম? তবে অনেক বার চেষ্টা করেছি স্বাভাবিক জীবনে ফিরে যেতে। কিন্ত আমি যেতে চাইলেও নেশা আমার পিছু ছাড়ে না।
শত শত মানুষের ভিড়ে এক প্যাকেটে রহিম আর করিম খাবার খাচ্ছে। আর এমন বন্ধুত্বের ভ্রাতৃত্ব দেখে অপলক দৃষ্টিতে দেখছেন হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ। তিনি জানান, এদের মধ্যে বন্ধুত্বের ‘ভ্রাতৃত্ব’ দেখে আমি অবাক। তারা মাদকসেবী হলেও কিন্তু তাদের মাঝেও প্রেম ভালোবাসা আছে। আছে সম্প্রীতিও। পরিবার ও সমাজ থেকে বিতারিত এসব মানুষদের স্বাভাবিক জীবনে ফিরে নিতে কাউকে না কাউকে উদ্যোগ নেওয়া দরকার। না হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।

হিলি (দিনাজপুর)