জনগণের দোড়গোরায় সেবা পৌঁছে দিবে বিট পুলিশিং
বগুড়ার কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম বলেন, সারাদেশে পুলিশের পরিসেবা সহজ করতে এবং সেবার স্তরগুলো জনগণের দোর গোরায় পৌঁছে দিতে বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পুলিশের আইজিপি’র নির্দেশে সারাদেশে বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়েছে। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।
সোমবার বগুড়ার কাহালুর কালাই ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। কালাই ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের সরদার (হান্নান)। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু থানার এস আই ও অত্র ইউনিয়নের বিট অফিসার মুকুল চন্দ্র বর্মন, সহকারি বিট অফিসার এ এস আই মাসুদ রানা, কালাই ইউ পির সচিব গোলাম রব্বানী, কালাই ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক শামীম খন্দকার, আওয়ামীলীগনেতা রুবেল হোসেন, শাহজাহান আলী, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন, কালাই ইউ পি সদস্য মজিবর রহমান প্রমূখ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই ইউ পি অন্যান্য সদস্যবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্য ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ