কাহালুতে স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে মানব বন্ধন কর্মসূচী পালন
২০০৫ সালের ১৭ আগষ্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে সোমবার বগুড়ার কাহালু রেলওয়ে বটতলায় পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এক মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।
উক্ত মানব বন্ধন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুৃ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
মানব বন্ধন কর্মসূচী চলাকালীন সময়ে পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালুৃ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, আওয়ামীলীগনেতা আবুল কাশেম, শফিকুল ইসলাম শফিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা যুবলীগের সহসভাপতি শাহিন ফকির, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক জিন্নাহ সাহানা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক হুমায়ন কবির, ছাত্রলীগনেতা মোজাহিদুল ইসলাম (রিপন), আতিক, বায়জীদ, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগনেতা রাজু কবিরাজ, ইমরান, আজিজুল, সুজন, রাকিব প্রমূখ।

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ