কাহালুতে ইসলামী ব্যাংক উদ্দ্যেগে প্রায় ২৯ শত বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণের উদ্বোধন
“মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন”এই শ্লোগানকে সামনে রেখে সোমবার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এসএমই/কৃষি শাখার উদ্দ্যেগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপিতত্ব করেন এফএডিপি ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এসএমই/কৃষি শাখার শাখা প্রধান মো. আকরামুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর প্রজেক্ট অফিসার এ কে এম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কাহালু এসএমই/কৃষি শাখার প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন্স মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ফিন্ড অফিসার শফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের মাঝে ২ হাজার ৮ শত ৭৫টি বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণের উদ্বোধন করেন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

কাহালু (বগুড়া) প্রতিনিধি