যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও চার কর্মকর্তা বরখাস্ত
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে হত্যা মামলায় আটক কেন্দ্রের আরও ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সমাজসেবা অধিদপ্তর। সোমবার তাদের বরখাস্ত করা হয় বলে নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তর যশোরের উপ-পরিচালক অসিত কুমার।
এর আগে গত ১৪ আগস্ট কেন্দ্রের তত্ত্বাবধায়ককে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ নিয়ে মোট পাঁচজনকে সাময়িক বরখাস্ত করলো কর্তৃপক্ষ। বরখাস্তকৃতরা হলেন- কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) মো. ওমর ফারুক, ফিজিক্যাল ইনসট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকোসোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান।
উপ-পরিচালক অসিত কুমার সাহা জানান, “ঘটনার পরদিন ১৪ আগস্ট সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে সাময়িক বরাখাস্তের নির্দেশ দেন। এরপর পুলিশ তিন কিশোর নিহতের ঘটনায় দায়ের করা মামলায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ ৫ কর্মকর্তাকে গ্রেফতার করে। এর প্রেক্ষিতে সোমবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আটক অপর চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।”
প্রসঙ্গত, গত ১৩ আগস্ট শিশু উন্নয়ন কেন্দ্রে শালিসের নামে ১৮ বন্দি কিশোরের উপর নির্যাতন চালানো হয়। এতে তিন কিশোর নিহত হয়। এ ঘটনায় কিশোর পারভেজের পিতা রোকা মিয়ার দায়ের করা মামলায় আটক ওই ৫ কর্মকর্তা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছেন।

অনলাইন ডেস্ক