বগুড়ার শিবগঞ্জে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ১২
বগুড়ার শিবগঞ্জে পুলিশের পৃথক অভিযানে মাদক বিক্রি ও জুয়া খেলার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার থেকে আজ মঙ্গলবার পর্যন্ত ২৪ঘন্টার অভিযানেে এদেরকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী এনামুল হক (৪২), জিয়াউল হক (৪০), আজিজুল হক (৩৮), সাইদুল (৩৫) এবং(৫) প্রতাপ সরকার (৪০)। তাদের বিরুদ্ধে মাদক আইনে দু'টি নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়া জুয়া খেলার অপরাধে ইয়াকুব আলী (৬১), মোহাম্মদ দুলাল (৩৫), মোহাম্মদ মন্টু (৫৫), শহিদুল ইসলাম (৫৩), মোহাম্মদ কাদের খান (৬০), এবং মোহাম্মদ রায়হান মন্ডল (৩৯)কে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

অনলাইন ডেস্ক