বগুড়ায় করোনায় নতুন করে আক্রান্ত ৪২
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বেলা ১১টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদের মধ্যে পুরুষ ২৪ জন, নারী ১৫ ও শিশু তিনজন।
গত ২৪ ঘণ্টায় বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১৯৬ জনের ফলাফলে ৪০ জন পজিটিভ। অপরদিকে বেসরকারি টিএমএসএস হাসপাতালে ৬ এর মধ্যে তিনজন পজিটিভ। মোট ২০২ পরীক্ষায় নতুন ৪২ জন করোনা পজিটিভ হয়েছন।
বুধবার সকাল পর্যন্ত বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ৫৯৩৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭৯৭ জন, মৃত্যুবরণ করেছেন ১৩৪ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ১০০৮ জন।

অনলাইন ডেস্ক