কাহালু কালাই নওদাপাড়ায় ১৫ টি বাড়ীর পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি
বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের দক্ষিন নওদাপাড়া গ্রামে অবৈধ ভাবে সরকারী রাস্তা সংলগ্ন প্রাচীর নির্মান করে প্রায় ১৫ টি বাড়ীর পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার কালাই ইউনিয়নের দক্ষিন নওদাপাড়া গ্রামের মৃতঃ দিলবর শেখের পুত্র শাহজাহান আলী জোরপূবক অবৈধ ভাবে সরকারী রাস্তা সংলগ্ন প্রাচীর নির্মান করে প্রতিবেশী হযরত আলী, জাফর, মুনসুর আলী, আব্দুস ছামাদ, হাসমত আলী, মোকছেদ আলী, সুমিশ, সালামত আলী, ইয়াছিন আলী, তয়েজ উদ্দিন আবু মুসা, রতন সহ বেশ কয়েকজনের বাড়ীর গড়া বৃষ্টির পানি ও টিউবয়েল এর পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। সামান্য বৃষ্টিপাত হলে পানি জলাবদ্ধ হয়ে অনেকের বাড়ীর আঙ্গিনায় কাদা হয়েছে,মাটির ঘরগুলোর দেয়ালের ক্ষতি হচ্ছে।
ভুক্তভোগী জাফর আলী, হাসমত আলী, মোকছেদ এর স্ত্রী মিনেরা সহ অনেকে জানান, আমাদের বসতবাড়ীর পানির গড়া নিস্কাশনের একমাত্র পথে প্রাচীর নির্মান করায় আমাদের দূর্ভোগে পোহাতে হচ্ছে। তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
শাহজাহান আলীর সাথে কথা বলা হলে সে বলেন আমার জায়গায় আমি প্রাচীর নির্মাণ করেছি, পানি নিস্কাশনের বিষয়ে জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যান।
কালাই ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের সরদার হান্নান জানান, পাড়ার লোকজনের অভিযোগের ভিত্তিতে পানি নিস্কাশনের বিষয়ে সমাধানের জন্য শাহজাহান আলীকে নোটিশ করলেও সে আসেনি, এ বিষয়ে আমি উপজেলা নির্বাহি অফিসার স্যারকে অবগত করেছি।
এ ব্যাপারে কাহালু উপজেলা নির্বাহি অফিসার মো. মাছুদুর রহমান এর সাথে কথা বলা হলে তিনি জানান, চেয়ারম্যান আমাকে অবগত করেছে, বিষয়টি আমি দেখবো।

কাহালু (বগুড়া) প্রতিনিধি