বগুড়ার শেরপুরে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
বগুড়ার শেরপুরে চাঁদাবাজি ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ এনে যুবলীগ নেতাসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার (১৯আগস্ট) বগুড়ার ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। উপজেলার সীমাবাড়ী হাট-বাজারের ইজারাদার নব কুমার সূর্য্য বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে- সীমাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ররোয়া গ্রামের আব্দুল রশিদ তালুকদারের ছেলে মো. এনামুল হক (৪০), একই ইউনিয়নের বেতগাড়ি পশ্চিমপাড়া গ্রামের চাম বক্করের ছেলে আবু বকর সিদ্দিক (৪৫), সীমাবাড়ী গ্রামের শরীফ উদ্দীন খানের ছেলে সার্ভিস খান (৪৪), একই গ্রামের সেকেন্দার প্রামাণিকের ছেলে সোলেমান প্রামাণিক (৪৮), আব্দুল আজিজের ছেলে দুলাল মিয়া (৪৯), বেটখৈর গ্রামের ছবদের শেখের ছেলে আব্দুল হামিদ (৫০) ও ররোয়া গ্রামের মহির উদ্দীন শেখের ছেলে নেকবর হোসেন শেখের (৫০) নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয়ের আরও ২০-২৫জন ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সরকারিভাবে সীমাবাড়ী হাট-বাজার ইজারা প্রদাদের জন্য দরপত্র আহবান করা হয়। সে মোতাবেক টেন্ডারের মাধ্যমে হাটটি ইজারাদারের দায়িত্ব পান জেলার গাবতলী উপজেলার চকসেকেন্দোরপাড়া গ্রামের মণি চন্দ্র শীলের ছেলে নব কুমার সূর্য্য। এরপর থেকে নিয়ম অনুযায়ী হাট-বাজার পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২৮জুলাই সীমাবাড়ী ব্রীজ সংলগ্ন বটতলা বাজার এলাকায় হাটের ইজারাদার ও তার লোকজন সরকারি নিয়ম মেনে মালামাল পরিবহনে সব যানবাহনের নিকট থেকে লোড-আনলোডের টোল আদায় করছিলেন। এসময় যুবলীগ নেতা এনামুল হকের নেতৃত্বে উল্লেখিত অভিযুক্ত ব্যক্তিরা লক্ষাধিক টাকা চাঁদা দাবি করে বসেন। একপর্যায়ে তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে মারাত্মক ক্ষীপ্ত হয়ে উঠেন। এমনকি ইজারাদারের মোটরসাইকেল ভাঙচুর করেন তারা। এসময় ইজারাদার নব কুমার সূর্য্য বাধা দিলে তাকে প্রাণনাশ করাসহ বস্তায়ভরে করতোয়া নদীতে ফেলে দেয়ার হুমকি দেন ওই যুবলীগ নেতা। এতে করে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছেন বলেও এজাহারে উল্লেখ করেন বাদি ইজারাদার নবকুমার সূর্য্য। এ প্রসঙ্গে জানতে চাইলে অভিযুক্ত সীমাবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে বলেন, এসব তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে ঘায়েল করতেই একটি কু-চক্রী মহলের প্ররোচনায় ওই মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি