কাহালুতে কৃষকদের মাঝে চারাগাছ বিতরণের উদ্বোধন
বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জম্মশত বার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপন উপলক্ষে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির সৌজন্যে এবং কুষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার বিভিন্ন ফলজ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফলজ বৃক্ষের চারা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মো. মাছুদুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহালু কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন, কাহালু মডেল প্রেসকাবের সাধারণ সম্পাদক এম এ মতিন সহ উপজেলা কৃষি অফিসের উপ-সহকারি কৃষি অফিসারবৃন্দ ও কৃষকবৃন্দ।

কাহালু (বগুড়া) প্রতিনিধি