বগুড়ার শেরপুরে এক হাজার গাছের চারা বিতরণ করলেন এমপি হাবিবর রহমান
মুজিববর্ষ উপলক্ষ্যে বগুড়ার শেরপুরে এক হাজার গাছের চারা বিতরণ করেছেন স্থানীয় সরকার দলীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। গতকাল বৃহস্পতিবার (২০আগস্ট) দুপুরে পৌরশহরের শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা প্রাঙণে কৃষকলীগের উদ্যোগে উপজেলার দশটি ইউনিয়নের নারী-পুরুষের মাঝে এসব গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ-বনজ ওষুধি গাছের চারা বিতরণ করেন এই সংসদ সদস্য। এসময় মাদ্রাসা প্রাঙণে একটি গাছের চারা রোপণ করে তিনি কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচিরও উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, কৃষকলীগ নেতা গোলাম মোস্তফা লিটন, পিএস কোরবান আলীসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এমপি হাবিবর রহমান কৃষকলীগসহ দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে অন্তত তিনটি গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছি। এই দেশটিকে সবার বাসযোগ্য করে গড়ে তুলতে তাঁরই সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা উদ্যোগ নিয়েছেন। এরই অংশ হিসেবে দেশের প্রতিটি এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। তাছাড়া বৈশি^ক দুর্যোগ মোকাবেলায় গাছের কোন বিকল্প নেই। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে আগ্রহী হওয়ার আহবান জানান তিনি।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি