প্রধানমন্ত্রীর সাথে দেখা না করেই চলে গেলেন পঞ্চগড়ের বৃদ্ধা যামিনী বালা
জীবনের শেষ ইচ্ছে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একবার দেখা করার। কিন্তু তা আর হলো না। সবাইকে কাঁদিয়ে চলে গেলেন মুক্তিযুদ্ধে নির্যাতিতা যামিনী বালা সেন (৮২)। বার্ধক্যজনীত বিভিন্ন রোগ ভোগের পর বুধবার দিবাগত রাত দুই টার দিকে নিজ বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুরে মারা যান তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় শ্বশানে শাস্ত্রীয়মতে পারিবারিকভাবে মৃতদেহের সৎকার করা হয়। গত সোমবারও তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন। তাঁর জীবনের শেষ ইচ্ছের কথা তিনি গণমাধ্যম কর্মীদের জানিয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি সাক্ষাত করতে চেয়েছিলেন।
গত সোমবার তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, একাত্তরে বহু নির্যাতন হয়েছে আমাদের ওপর। ঘরবাড়ি জ¦ালিয়ে দিয়েছে। গরু ছাগলসহ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। তবুও জন্মভিটা ছেড়ে যাইনি। বঙ্গবন্ধু আমাদের জন্য অনেক কিছু করেছেন। তিনি সকল ধর্মের মানুষকে সমান চোখে দেখতেন। তাই আমি তার পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করে আসছি। বঙ্গবন্ধুর মতো তার মেয়ে শেখ হাসিনাও সুন্দরভাবে দেশ চালাচ্ছে। আমি তাকে আশীর্বাদ জানাই। যেন এমনভাবেই দেশ চালাতে পারেন।
যামিনী বালার ছেলে সত্যেন সেন বলেন, আমার মা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যরকম ভক্ত। তিনি নিজেই নিজেই বঙ্গবন্ধুর পরিবারের মঙ্গল কামনায় পূজা অর্চনা করতেন। এখন আমরা প্রতিবছর মায়ের নির্দেশনায় এই ধারাবাহিকতা রক্ষা করে আসছি। শোকের মাসে পরিবারের সদস্যদের নিয়ে নারায়ন পূজা করে বিশেষ প্রার্থনা করে আসছি। কিন্তু আমার মায়ের আর শেষ ইচ্ছে পুরণ হলো না। আমাদের ফেলে তিনি চলে গেলেন না ফেরার দেশে।

পঞ্চগড় প্রতিনিধি